দামুড়হুদায় ৯০ ভরি স্বর্ণ আটক

সালিকিন মিয়া সাগর: চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০গ্রাম (৯০ ভরি) স্বর্ণ আটক করতে সক্ষম হয়েছে।

আজ সকালে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ১২ জানুয়ারী বিকাল আনুমানিক ০৩ টা ৩০ মিনিটের সময় চোরাকারবারী কর্তৃক স্বর্ণ পাচার করা হচ্ছে মর্মে সিভিল সোর্স হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি এর সার্বিক তত্ত্বাবধানে ফুলবাড়ী বিওপির বিশেষ টহল দল সুবেদার মোঃ শহিদুর রহমান  ও নায়েব সুবেদার মোঃ আঙ্গুর ভুঁইয়া এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত চাকুলিয়া গ্রামের ঘবের মাঠ বাঁশ বাগান নামক স্থান হতে ১ কেজি ৫০গ্রাম (৯০ ভরি) ওজনের ০৯ টি স্বর্ণের বার আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭০,২০,০০০/- (সত্তর লক্ষ বিশ হাজার) টাকা। আটককৃত স্বর্ণ দর্শনা থানায় জমা করতঃ সুবেদার মোঃ শহিদুর রহমান  বাদী হয়ে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।