দামুড়হুদার দর্শনায় ভোক্তা অধিকারের অভিযানে ২ চিকিৎসালয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায়

আবিদ হাসান রিফাত, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এবং জেলা প্রশাসক মহোদয়, চুয়াডাঙ্গা এর সার্বিক তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে চুয়াডাঙ্গার দর্শনা বাসষ্ট্যান্ড এলাকায় ২টি চর্ম চিকিৎসালয়ে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দর্শনা থানাধীন দর্শনা বাসষ্ট্যান্ডে আঁদি চর্ম চিকিৎসালয়ে মিথ্যা বিজ্ঞাপন প্রকাশের অপরাধে ২০০৯ এর ৪৪ ধারায় ৪ হাজার টাকা ও পুরাতন চর্ম চিকিৎসালয়েও একই অপরাধ মিথ্যা বিজ্ঞাপন প্রকাশের অপরাধে ২০০৯ এর ৪৪ ধারায় ৪ হাজার টাকা মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় আধুনিক চিকিৎসালয় সহ আরও বেশকিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। সবাইকে মিথ্যা বিজ্ঞাপন ও আইন বিরোধী কাজ না করার জন্য নির্দেশনা দেয়া হয়।

অভিযানের সময় উপস্থিত জনসাধারণকে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতন করা হয়। নিরাপত্তায় ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।