দামুড়হুদার উজিরপুর মসজিদে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সংবাদদাতা

দামুড়হুদা উজিরপুর মসজিদে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ফজরের নামাজের পর এ প্রতিযোগিতা শুরু হয়। ৫০ জন প্রতিযোগির মধ্যে প্রথম স্থান অধিকার করে মোছা. রওজা খাতুন, দ্বিতীয় মোছা. লামিয়া খাতুন ও ৩য় স্থান অধিকার করে মোহা. তামিম হাসান।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী।

এসময় তিনি বলেন, কুরআন শিক্ষা মুসলমানের জন্য ফরজ। আর সে আলোকে প্রতিটি মসজিদে যাতে এই শিক্ষা চালু থাকে, সেই ব্যবস্থা করা প্রয়োজন। আমাদের গ্রামের মসজিদে এই ধরনের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। তিনি বলেন, শিশুদের কোরআন শিক্ষা গ্রহণ করতে আগ্রহ বাড়ানোর জন্য এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রওশন আলী, হাজি মো. কবীর উদীন, হাবিবুর রহমান হবি, নজরুল ইসলাম, শাহীনুর রহমান, সরজেদ আলী, বিপুল হোসেন, বকুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উজিরপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি মাহামুদুল হাসান।