দামুড়হুদায় মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা

ইমরান হাসান, হাউলী প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার উপজেলা নির্বাহি অফিসার এর নির্দেশে হাওলি ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত জয়রামপুর স্টেশন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য উদযাপন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরগাথা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওলি ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব আলী স্বপন, আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়রামপুর স্টেশন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, চাঁদপুর বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মো: আসাদুজ্জামান আসাদ।

 

উপস্থিত ছিলেন তিন নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, হাউলী ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রুবেল হোসেন , অত্র বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সদস্য জামশেদ আলী ও অত্র এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়রামপুর স্টেশন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারি শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। বঙ্গবন্ধুর অবদান ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রধান অতিথি বলেন, যখন পাকিস্তানিরা আমাদের অধিকার হরণ করে ।

 

 

ঠিক তখনই বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বাঙালির অধিকার আদায়ের জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। তারপরেও যখন বাঙালির উপর অত্যাচার অনাচার শোষণ নির্যাতন দিনে দিনে বাড়তে থাকে।

 

 

তাদের এই অত্যাচার অনাচার শোষণ থেকে বাঙালি জাতিকে রক্ষা করার জন্য তিনি স্বাধীনতার ডাক দেন। ৭ মার্চ বাঙালী জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে বাংলার ইতিহাসে সর্ববৃহৎ জনসভায় এক রাজনৈতিক প্রেক্ষাপট বর্ণনা করে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে বলেন।

 

 

তিনি বলেন ’এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, জয় বাংলা’ এই ডাকে সমগ্র বাংলার মানুষ সাড়া দিয়ে, স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়।