দর্শনা থেকে মুজিবনগর পর্যন্ত সড়কটি অবৈধ দখল মুক্ত চাই


চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে মুজিবনগর পর্যন্ত সড়কটি দীর্ঘ দিন ধরে অবৈধ দখলদার কবলে। সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে পাকা বাড়ি-ঘর, দোকান সহ সীমানা প্রাচীর। দিন দিন রাস্তা ছোট হয়ে আসছে। যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে। প্রতিনিয়ত ছোট বড় দূর্ঘটনা লেগেই আছে। তাছাড়া দর্শনা-মুজিবনগর সড়কটি দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ভ্রমণ পিপাসুদের জন্য ব্যস্ততম সড়কে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত বাস, মিনিবাস সহ বিভিন্ন যানবাহন নিয়ে মুজিবনগরে পিকনিক ও শিক্ষা সফরে যায় হাজার হাজার মানুষ। তাছাড়া রাস্তার দুই পাশে আছে প্রথমিক বিদ্যালয়, হাই স্কুল, কলেজ সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান। পথচারী ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা প্রাণ হারাচ্ছে। দর্শনা-মুজিবনগর সড়কে দীর্ঘদিন থেকে সবচেয়ে বেশী দখলদারদের কবলে থাকা এলাকা গুলো, গলাইদড়ি ব্রীজের দুইপাশ, প্রতাপপুর, চন্ডিপুর, কুড়ুলগাছি, ধান্যঘরা, দূর্গাপুর, কার্পাসডাঙ্গা ও আট কবর এলাক।গলাইদড়ি ব্রীজের দুপাশে অবৈধ দখলদাররা গড়ে তুলেছে পাকা ঘর ও দোকান। কোন কিছুর তোয়াক্কা না করে, কোন শক্তির বলে তারা সরকারী জায়গা দখল করে পাকা ইমারত নির্মান করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষর নিকট এলাকাবাসীর দাবী, কবে এসব অবৈধ দখলদার উচ্ছেদ হবে। কবে অবৈধ দখল মুক্ত সড়ক পাবে এলাকার মানুষ।