দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযান ফেনসিডিল ও গাঁজা সহ আটক ৪

দর্শনা অফিসঃ দামুড়হুদার উপজেলার প্রতাপপুর গ্রাম থেকে ৩ কেজি গাঁজা সহ আটক ৩ ও অপর অভিযনে ১০ বোতল ফেনসিডিল সহ  দর্শনার ইমন বিশ্বাসকে আটক করেছে দর্শনা থানা পুলিশ।গতকাল বৃহস্পতিবার সন্ধা ৭টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার  মোঃ জাহিদুল ইসলামর দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহব্বুর রহমানর নেতৃত্বে  এস আই খান আব্দুর রহমান ও এ এস আই আনোয়ারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দর্শনা থানা ধীন পারকৃষ্ণপুর মোড় হইতে ১০(দশ) বোতল ফেন্সিডিল ও ইয়ামাহা এফ.জেড গাড়ি সহ দর্শনা আজিমপুর গ্রামের আঃ মালেক বিশ্বাসের ছেলে মেহেদী হাসান ইমন (২৮) কে গ্রেফতার করা হয় ও

একইদিনে পৃথক অভিযনে দুপুর ২টায় এসআই  মোঃসাইফুল ইসলাম এবং এএসআই মোঃমহিউদ্দিন সঙ্গীয় ফোর্স সহ, দর্শনা থানাধীন প্রতাপপুর গ্রামে অভিযান চালিয়ে ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার সহ তিন অাসামী অাটক করে। দামুড়হুদা উপজেলার চন্ডিপুুুর গ্রামের অাবুল কালামের ছেলে মোঃ বুদো (৪৩), প্রতাপপুর গ্রামের মোঃ হায়দার আলীর ছেলে  খোদাবক্স (২৭), কৃষ্ণপুর বোয়ালমারী গ্রামের মৃত মোসলেমের ছেলে আবু মুসা(৩০) কে তল্লাশী করে তাদের কাছ থেকে এ গাঁজা উদ্ধার পূূর্বক গ্রেফতার করে পুলিশ।