থেমে নেই ক্যাসিনো: এবার ৩৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতির অফিসে হানা, গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

৩৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি পাপন

থেমে নেই ক্যাসিনো বাণিজ্য। বহুল আলোচিত ক্যাসিনো ব্যবসায়ী সম্রাট, জি. কে. শামীমের গ্রেফতারের পর মনে করা হয়া হয়েছিল বন্ধ হবে এ অবৈধ বাণিজ্য। কিন্তু তা হয়নি। গতকালও পুলিশ হানা দিয়েছে গুলিস্তানের সাউথ সিটি মার্কেটের আন্ডার গ্রাউন্ডে ৩৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পাপন এর ব্যক্তিগত অফিসে। যেখানে অনেক দিন ধরে চলছে জুয়া ও মিনি ক্যাসিনো। গত ৮ অক্টোবর এই অফিসেই গ্রেফতার হন ১২ জন। গা ঢাকা দেন ৩৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি পাপন।

স্ত্রীর সঙ্গে একান্তে ৩৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি পাপন

খবর নিয়ে জানা গেছে, সভাপতি পাপনের অফিসে ক্যাসিনোর পাশে হাত ধরাধরি করে চলত নিপুণ, চড়চড়ি, ডায়েস, ওয়ান-টেন, ওয়ান-এইট, তিন তাস, নয় তাস, রেমি, ফ্ল্যাসসহ বিভিন্ন ধরনের তাস খেলা বা কথিত ‘ইনডোর গেমস’-এর নামে জুয়া খেলা।

ভক্তের সঙ্গে ৩৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি পাপন

এলাকাবাসী জানান, অনেক দিন ধরেই পাপন এই অবৈধ জুয়ার ব্যবসা চালাচ্ছেন। যে অফিস টিতে পুলিশ অভিযান চালান মুলত এটি পাপনের কেনা ব্যক্তিগত অফিস।

পুলিশ জানিয়েছেন, জুয়া খেলিয়ে লাখ লাখ টাকা রোজগারেরর অভিযোগে খুব শিগগিরই গ্রেফতার করা হবে ৩৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি পাপনকে।