ত্রিশাল সরকারী নজরুল একাডেমীর ভর্তি লটারি-২০২২ অনুষ্ঠিত

আরোয়ার জাহান পারভেজ,ত্রিশার(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল সরকারী নজরুল একাডেমীর ৬ষ্ঠ ও ৯ম শ্রেণীর জেনারেল শাখার ভর্তি লটারি-২০২২ এর কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় ত্রিশাল সরকারী নজরুল একাডেমীর মাঠে লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয় । ৬ষ্ঠ শ্রেণীর ৩৩৫জনের আবেদনের মধ্যে ফরম জমা দিয়েছে ৩২৯ জন তার মধ্যে থেকে ১২০ জন শির্ক্ষাথী লটারি করা হয় এর মধ্যে ১১৬ জন লটারির মধ্যে নির্বাচিত ,মুক্তিযোদ্ধা ৩ জন ও প্রতিবন্ধী ১ জন্য বাছায় করা হয় ও অপেক্ষামান তালিকায় ৩০ জন এছাড়াও ৯ম শ্রেনীর বিজ্ঞান শাখায় ২০জনের লটারি করা হয় তন্মমধ্যে লটারি পাওয়া ১৮জন ও মুক্তিযোদ্ধা ২ জন এবং মানবিক ও ব্যবসায় শিক্ষায় ৭ জন করে মোট ১৪ জন লটারি করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলার নিবার্হী অফিসার আক্তারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলার চেয়ারম্যান আব্দুল মতিন সরকার । লটারি পরিচালনা করেন ত্রিশাল উপজেলার সহকারী ( ভূমি )কমিশনার তরিকুল ইসলাম। এতে সভাপত্ত্বিত করেন ত্রিশাল সরকারী নজরুল একাডেমীর প্রধান শিক্ষক কামরুল ইসলাম । এছাড়াও আরও উপস্থিত ছিলেন ত্রিশাল সরকারী নজরুল একাডেমীর সকল শিক্ষকবৃন্দ ,অভিবাবকবৃন্দ,ছাত্র-ছাত্রী,সাংবাদিকবৃন্দ প্রমূখ।