ত্রিশাল উন্নয়ণ ফোরামের বিনামূল্যে চক্ষুশি‌বির

কিরণ আকন্দ, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে “ত্রিশাল উন্নয়ন ফোরামের” আয়োজনে ডাচ্ বাংলা ব্যাংকর অর্থায়নে গ্রামীণ জনপদের অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশনে ‘দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা’র তত্বাবধানে বিনামূল্যে ৩৪তম চক্ষুশিবির ও ছানি বাছাই কর্মসূচী রবিবার (১০ নভেম্বর ২০১৯ ইং তারিখ) সকাল ১০টার সময় সরকারি নজরুল একাডেমীতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য হাফেজ মাও: রুহুল আমীন মাদানী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ত্রিশাল উন্নয়ন ফোরামের সভাপতি আতাউর রহমান। মৎস্য অধিদপ্তরের পরিচালক আব্দুর রাজ্জাকের সঞ্চলনায় স্বাগতবক্তব্য রাখেন ত্রিশাল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত মেজর প্রকৌশলী আসাদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির, চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহীন রেজা, ডাচ্ বাংলা ব্যাংকের প্রতিনিধি, দৃষ্টি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ চৌধুরী, সরকারী দরিরামপুর হাই স্কুলের সাবেক শিক্ষক খলিলুর রহমান বিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সম্মেলন কমিটির যুগ্ম-আহবায়ক হামিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, ত্রিশাল উপজেলা সৈনিক লীগের সভাপতি স্বপন সরকার, আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এটিএম মনিরুজ্জামান প্রমূখ। আলোচনা অনুষ্ঠান শেষে চক্ষু শিবিরের শুভ উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য হাফেজ মাও: রুহুল আমীন মাদানী।