ত্রিশালে লিজকৃত মৎস্য ভূমির ভোগ দখল প্রদান

মমিনুল ইসলাম মমিন, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে আউলিয়ানগর রেলওয়ের জমির অবৈধ দখল উচ্ছেদ করে লিজকৃত মৎস্য ভূমির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।সোমবার (০৭ সেপ্টেম্বর) উপজেলার আউলিয়ানগর স্টেশন এলাকার ০.৪৫ একর রেলওয়ের মৎস্য ভূমি ভোগ দখল বুঝিয়ে দেন লিজপ্রাপ্ত আকরাম হোসন কাঞ্চনকে। অভিযোগ রয়েছে এর আগে বিয়ারা গ্রামের উমর আলীর ছেলে আব্দুস ছামাদ (মৌজা-বিয়ারা, জেএল নং-৪২, বিআএস দাগ নং-৯৯৫, ভূমি পরিমান- ০.৪৫ একর) দীর্ঘদিন যাবৎ জমিটি অবৈধ ভাবে ভোগ দখল করে আসছিল। বর্তমান লিজপ্রাপ্ত আকরাম হোসন কাঞ্চনের অনুকূলে মৎস্য ভূমি হস্তান্তর আইনত কোন বাধা নাই মর্মে নোটিশ প্রদান করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট। কোর্টের আদেশে সোমবার আকরাম হোসেনকে উল্লেখিত মৎস্য ভূমি ভোগ দখল বুঝিয়ে দেন রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে রেলওয়ে সার্ভেয়ার ও আমিন।এসময় উপস্থিত ছিলেন বালিপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা টিম (আরএনবি), স্টেশন মাষ্টার আউলিয়ানগর, স্থানীয় ইউপি সদস্য, আকরাম হোসেন সহ আরও এলাকার কয়েক শতাধিক লোক।