ত্রিশালে ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্যোগে ত্রাণ বিতরণ

মমিনুল ইসলাম মমিন, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ প্রাঙ্গনে ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। করোনা আতঙ্কে মানুষ প্রায় গৃহবন্দি হয়ে পড়েছে, সেই আতঙ্ক এখন ত্রিশালেও। করোনাভাইরাসের আতঙ্কে বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ হয়ে গেছে খেটে খাওয়া মানুষের রোজগার। সেই মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)। এরই ধারবাহিকতায় ত্রিশাল উপজেলার শাখার উদ্যোগে শনিবার (২৫ এপ্রিল) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর সহযোগীতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় সংঠনটির সভাপতি ওসমান গনি, ত্রিশাল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শামসুল হুদা, সহ-সাধারণ সম্পাদক জানে আলম, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, উপ সহকারী প্রকৌশলী শওকত খান, উপ সহকারী প্রকৌশলী ওমর ফারুক, উপ সহকারী প্রকৌশলী মাহবুব আলম, ট্রেড ইন্সট্রাক্টর সুরুজ আলী, ট্রেড ইন্সট্রাক্টর বিল্লাল হোসেন, ট্রেড ইন্সট্রাক্টর আবু রায়হান, ট্রেড ইন্সট্রাক্টর গোলাম মোস্তফা, ট্রেড ইন্সট্রাক্টর আজিজুল হক, ট্রেড ইন্সট্রাক্টর সাইফুল ইসলাম, ট্রেড ইন্সট্রাক্টর একেএম আসাদুল হক, ট্রেড ইন্সট্রাক্টর নেয়ামুল কবীর, ডি.পি.এইচ.ও রুহিদুদ জামান, শিক্ষা প্রকৌশল ফখরুল ইসলাম, ত্রিশাল পৌরসভা উপ সহকারী প্রকৌশলী রবিউল আলম, এলজিইডি তারাকান্দা সোহেল রানা, আবুল হাসান শাহরিয়ার, মাহবুব আলম মিলন, রুহুল আমিন বাদল উপস্থিত ছিলেন।