ত্রিশালে ইউপি চেয়ারম্যান আটক

প্রতিনিধি, ময়মনসিংহ: চাঁদাবাজি ও প্রাাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ভুট্রোকে ময়মনসিংহ ডিবি ও ত্রিশাল থানা পুলিশ বুধবার বিকেলে গ্রেপ্তার করেছে।


জানা যায়, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান
ভুট্রোর বিরুদ্ধে ২০১৭ সালে ১৯ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ৫৭
ধারায় একটি মামলা করেন ঐ ইউনিয়নের নারায়নপুর গ্রাামের মৃত আলী মন্ডলের
ছেলে শাহাব উদ্দিন। ওই মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য শাহাব উদ্দিনের নিকট
আনিছুর রহমান ভুট্রো চাঁদাদাবি ও প্রাণনাশের হুমকি দেন।

এরপর শাহাব উদ্দিন প্রশাসনের কাছে বিচার ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে পুনঃরায় অভিযোগ দিলে ওই মামলায় বুধবার বিকেলে ময়মনসিংহ ডিবি পুলিশের
সহযোগিতায় ত্রিশাল থানা পুলিশ সাইনবোর্ড নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করে।


ত্রিশাল থানার সেকেন্ড অফিসার মুহিদ খান সত্যতা নিশ্চিত করে জানান, তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি আইনে মামলায় ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান
ভুট্রোকে গ্রেপ্তার করা হয়েছে।