ত্রিশালের ঝাইয়ারপাড় মাদ্রাসার প্রবেশদ্বারে তালা ও বাঁশের ভেড়া

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলা ঝাইয়ারপাড় ফাযিল মাদ্রাসার প্রবেশদ্বারে তালা ও মাদ্রাসা মাঠে বাঁশের ভেড়া দেওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ত্রিশাল থানার অফিসার ইনচার্জ বরাবরে মাদ্রাসার প্রিন্সিপাল একেএম আঃ মান্নান বাদি হয়ে ৭জনের বিরুদ্ধে অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসা সংলগ্ন ঝাইয়ারপাড় চকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কমিটির কয়েক সদস্যদের সাথে মাদ্রসার বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে গত ১৮ জুন দুপুরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীর যাতায়ত বন্ধ করার উদ্যেশ্যে মাদ্রাসা মাঠে বাঁশ ও পাকা পিলার দিয়ে ভেড়া নির্মাণ করে। পরে প্রবেশদ্বারে তিনটি তালা দিয়ে আটকিয়ে দেওয়া হয়।

করোনাকালীন সময়ে যদিও মাদ্রসার শিক্ষা কার্যক্রম বন্ধ তবোও এসাইনমেন্ট জমা দেয়ার জন্য মাদ্রাসায় আসলে ভিতরে প্রবেশ পথ বন্ধ থাকায় আমাদের নানা প্রতিকূল পরিস্থিতির স্বীকার হতে হচ্ছে বলে জানায় দশম শ্রেণীর শিক্ষার্থী লিজা আক্তার।

আলিম ২য় বর্ষের শিক্ষার্থী রেহেনা আক্তার জানায়, মাঠে বাঁশের ভেড়া ও প্রবেশ গেইটে তালা দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা মাদ্রাসায় প্রবেশ করতে পারছে না। এ ঘটনার দ্রুত সুষ্ঠ সমাধান হওয়া দরকার। অন্যথায় শিক্ষা কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটবে।

মাদ্রাসার প্রিন্সিপাল একেএম আঃ মান্নান বলেন, ঘটনার দিন মাদ্রাসার মাঠে ভেড়া নির্মাণ করে প্রবেশদ্বারে তালা দিয়ে শিক্ষা কার্যক্রম ব্যহত করার পায়তারা করছে। আমি প্রিন্সিপাল হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি অবহিত করেছি।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। সমাধানের লক্ষ্যে ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এ ব্যাপারে এখনও কিছু জানায় নি।