তুর্কী স্বরাষ্ট্রমন্ত্রীর উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

আব্দুল্লাহ আল মারুফ

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সায়লু ২০ প্রতিনিধির একটি দল নিয়ে কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন।

৮ জানুয়ারি ( শনিবার) সকাল ৮ টায় তুরস্কের একটি বিশেষ বিমান তাকে নিয়ে ইস্তাম্বুল শহর থেকে প্রথমে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।সেখানে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

এ সময় তার সাথে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ঢাকার তুর্কি দূতাবাসের কর্মকর্তারা।

এরপর গাড়ির বহর নিয়ে তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। সকাল ১০ টার সময় তিনি প্রশাসনের নিশ্ছিদ্র নিরাপত্তায় উপজেলার বালুখালি ৯ নং ক্যাম্পে আসেন।সেখানে তিনি রোহিঙ্গাদের সেবায় প্রতিষ্ঠিত তুর্কি ফিল্ড হাসপাতালসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে বৃক্ষরোপনসহ রোহিঙ্গাদের জন্য আরো নানা কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে তুর্কী মন্ত্রী আজই ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফিরে বিকেলে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে এক দ্বিপাক্ষীক বৈঠকে মিলিত হবেন এবং রাতেই একদিনের সফর শেষে ঢাকা ত্যাগ করবেন।