‘তুমি সুন্দর’, এ কথা কখনই বলবেন না নিজের মেয়েকে

এই আমার দেশ ডেস্ক : আপনার কন্যাটি যে আপনার জীবনের সম্পদ, তা বলাই বাহুল্য। আপনার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটিও যে সে-ই। কিন্তু, এ কথাটিই বলতে বারণ করছেন মনোবিদরা।

ছোট থেকেই কোনও মেয়েকে যদি ‘সুন্দর দেখতে’ বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে বড় হয়ে তারা নিজেদের গুণের তুলনায় রূপ নিয়েই মজে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, ছোট থেকেই মেয়েদের তারিফ করুন তাদের বুদ্ধিমত্তা, সাহস, ব্যবহার— এমনই সব গুণাগুণ নিয়ে। এর ফলে নিজের সেই সত্তা ও গুণকেই প্রাধান্য দেবে আপনার কন্যা সন্তানটি।

প্রসঙ্গত, ছোট ছেলেদের ক্ষেত্রে সে ভাবে ‘দেখতে সুন্দর’ কমপ্লিমেন্ট খুব একটা শোনা যায় না! বরং তাদের খেলাধূলোর প্রতি ঝোঁক, লেখাপড়ায় কেমন, বড় হয়ে ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়র হবে— কথা বলা হয় তাই নিয়ে।