তুজুলপুর গাছের পাঠশালার সচেতনামূলক প্রচারনাও সাবান বিতারন

আব্দুস সালামঃ ।করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা ও সাবান বিতরণ করেছেন তুজলপুর গাছের পাঠশালার প্রতিষ্ঠাতা সাংবাদিক ইয়ারব হোসেন। রবিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর কৃষি ক্লাবের সামনে সাংবাদিক ইয়ারব হোসেনের নিজস্ব অর্থায়নে ১০০ অসহায়, দুস্থ ও পরিবারের সাবান বিতরণ করা হয়।

এসময় সাংবাদিক ইয়ারব হোসেন বলেন, বিভিন্ন এলাকায় অসহায় গরীব খেটে খাওয়া মানুষের মাঝে আমার সীমিত সামর্থ্য অনুযায়ী কিছু সহায়তা করার চেষ্টা করেছি। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি। এমন কাজ অব্যাহত থাকবে। ঘরে থাকুন।বারে বারে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।করোনার জীবানু ধংস করে সাবান।লোক সমগম বেশি হয় এমন এলাকা এড়িয়ে চলুন।গাছের পাঠশালা ও কৃষক ক্লাব সকল সময় করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি জন্য কাজ করে চলবে।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক কামরুজ্জামান মন্টু, যুবলীগনেতা আব্দুল রশিদ, তুজলপুর কৃষক ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমান