তানোর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোর পৌরসভার ১, ২  এবং  ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠতানোর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভানের উদ্যোগে বিশেষ বর্ধিতসভা আয়োজন করা হয়েছে। চলতি বছরের ৩১ অক্টোবর  শনিবার তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সঞ্চালনায় এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল সোনারের সভাপতিত্বে তালন্দ উচ্চ বিদ্যালয় মাঠে  আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁনউপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাম কমল সাহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, প্রচার সম্পাদক আহসানুল  হক স্বপন, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান,, আসলাম উদ্দিন, তালন্দ লোলিত মোহন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সেলিম উদ্দিন কবিরাজ, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, আলহাজ্ব সাইদুর রহমান সরকার আবু সাঈদ, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আমির হোসেন আমিন, তানোর পৌর মেয়র প্রার্থী প্রসিদ্ধ ব্যবসায়ী ও বিশিস্ট সমাজ সেবক আবুল বাসার সুজন, তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, মোহাম্মদ আলী বাবু, প্রদিপ মৃধা, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, সাধারণ সম্পাদক ওহাব সরদার,কাউন্সিলর তাছির উদ্দিন,মোর্শেদুল মোমেনিন রিয়াদ, রামিল হাসান সুইট, নুরুজ্জামান রোকন, তানভির রেজা, মেহেদী হাসান ও জাহাঙ্গীর আলম প্রমুখ।এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। এদিকে এটি বর্ধিত সভা হলেও সামাজিক দুরুত্ব বজায় রেখে নেতাকর্মীদের জনশ্রোতের মাধ্যমে  তা জনসভায় পরিনত  হয়। বর্ধিত সভায় মনোনয়ন নয় দলকে কি করে সাংগঠনিকভাবে আরো গতিশীল  ও আওয়ামী লীগের সমর্থন বৃদ্ধি করা যায় এবং আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিভাবে নৌকার বিজয় ঘটানো যায় সেই সব বিষয়কে গুরুত্ব দিয়ে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন। অন্যদিকে সভায় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
অন্যদিকে এর আগে একই মঞ্চে তানোর থানার এসআই আনিসুর রহমানের সঞ্চালনায় অফিসার ইন্চার্জ(ওসি) রাকিবুল হাসান রাকিবের সভাপতিত্বে থানা পুলিশের উদ্যোগে আয়োজিত পুলিশিং কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধূরী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন তানোর-গোদাগাড়ী (সার্কেল) এএসপি আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, সাবেক অধ্যক্ষ সেলিম উদ্দিন কবিরাজ,আসলাম উদ্দিন ও আবুল বাসার সুজন প্রমুখ। এসময়  এএসপি আব্দুর রাজ্জাক বলেন,  আপনারা কখানোই কোনো দালালের ফাঁদে পা দিবেন না সরাসরি থানায় গিয়ে কর্মকর্তার কাছে গিয়ে সমস্যার কথা বললেন, অথবা ৯৯৯ নম্বরে ফোন দিবেন, তিনি বলেলন, আপনারা মনে রাখবেন পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনতা জনতায় পুলিশ এই স্লোগান সামনে রেখে পুলিশ সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, তিনি বলেন, পুলিশের একার পক্ষে বিপুল জনগোষ্ঠির নিরাপত্তা নিশ্চিত করা অনেক কঠিন, তাই পুলিশের কাজে সকলকে সহযোগীতার আহবান জানান তিনি।