তানোরে ৪টি স্কুল মেরামতে অনিয়ম

তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার (মেরামত) কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, আওয়ামী লীগ শিক্ষাবান্ধব সরকার তাই শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মাণ বাড়াতে শ্রেণি কক্ষ থেকে শুরু করে টয়লেট, বিশুদ্ধ খাবার পানি ও বিদ্যালয় মেরামত বাবদ স্লীপ, রুটিন মেন্টেন্স, সংস্কার বাবদ আনুঃপাতিক হারে অর্থ বরাদ্দ দিয়েছেন। চলতি বছরের ৩০ জুনের মধ্যে বিদ্যালয়ের উন্নয়নে এসব অর্থ ব্যয় করার বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এসব বিদ্যালয় এখানো কোনো কাজই করেনি কেউ আবার সামমাত্র কাজ করে বরাদ্দকৃত অর্থ উত্তোলনের চেস্টা করছে। কিšত্ত উপজেলা চেয়ারম্যানের দেখভালের কারণে তাদের সেই চেস্টা ব্যর্থ হয়েছে।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার জিওলচানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংস্কার বাবদ দেড় লাখ, স্লীপ বরাদ্দ ৫০ হাজার ও রুটিন মেন্টেন্স ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে, উপজেলার কাঁমারগা ইউপির হাতিনান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় আড়াই লাখ, পাঁচন্দর ইউপির চিমনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় আড়াই লাখ ও সরনজাই ইউপির সরনজাই-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় আড়াই লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। কিšত্ত তারা এখানো বিদ্যালয়ের উন্নয়নে তেমন কোনো কাজ করেনি। এদিকে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এসব বিদ্যালয়ের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে দৃশ্যমান তেমন কোনো উন্নয়ন কাজ দেখতে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত তাদের উন্নয়ন কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এছাড়াও এসব স্কুলের উন্নয়ন কাজ বুঝে নেয়ার পরে বিল পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। অপরদিকে উপজেলা চেয়ারম্যানের এমন সিদ্ধান্ত নেয়ার খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে পরম স্বত্তি দেখা গেছে তারা এমন চেয়ারম্যানই আশা করেছিলেন বলে অনেকে সন্তোষ প্রকাশ করেছে। এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জোবাইদা খানম বলেন, কারো বিরুদ্ধে সুনিদ্রিষ্ট অভিযোগ পেলে অবশ্যই যথাযথ ব্যবস্থাা গ্রহণ করা হবে।