ঢাকা -খুলনা মহাসড়কে প্রাইভেটকার ও ট্রাক সংঘর্ষে নিহত ৩

রুবেল চিশতী, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) রাত ৮টার কিছুক্ষণ পর বসন্তপুর এলাকায় একটি প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে মো. আমিনুল ইসলাম আলিম (৫০), একই ইউনিয়নের খলিলপুর গ্রামের জলিল মৌলবীর ছেলে মাসুদ মৌলবী (৫৫) ও একই গ্রামের মৃত ছোরাপউদ্দিন সরদারের ছেলে হিটু সরদার (৪০)। নিহত আলিম মাচ্চর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং হিটু খলিলপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি।

এ ঘটনায় প্রাইভেটকারের আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আটটার কিছুক্ষণ পর গোয়ালন্দ মোড় থেকে একটি ট্রাক ফরিদপুর যাওয়ার সময় বসন্তপুরের রেলক্রসিং এলাকায় স্প্রিড ব্রেকারের কাছে দ্রুত গতিতে ব্রেক করে। পেছন থেকে ফরিদপুর গামী দ্রুত গতির একটি প্রাইভেটকার স্প্রিড ব্রেকারের কাছে ঐ ট্রাকের নিচে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

আহলাদীপুর হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে তিনজন মারা যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে আহলাদীপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।