ঢাকায় পৌঁছেছে আমজাদ হোসেনের মরদেহ

বিনোদন ডেস্ক : ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর এক সপ্তাহ পর ঢাকায় পৌঁছালো কিংবদন্তি চিত্রপরিচালক, অভিনেতা ও লেখক আমজাদ হোসেনের মরদেহ। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে মরদেহ বহনকারী বিমানটি।

খবরটি জানিয়েছেন আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ি শুক্রবার সন্ধ্যায় আমজাদ হোসেনের মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের বিমানটি ঢাকায় অবতরণ করে। এমনটাই জানালেন দোদুল।

দোদুল জানালেন, আব্বার মরদেহ সন্ধ্যা ৭টা ৫মিনিটে বিমান বন্দর এসে পৌঁছেছে। এখানে আরো ঘন্টা খানেক লাগবে। এরপর সোজা নিয়ে যাওয়া হবে আদাবরের বাসায়। যেখানে দীর্ঘদিন সংসার যাপন করেছেন তিনি।

আদাবরের বাসায় কিছুক্ষণ রেখে এরপর মরদেহ রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে। সেখান থেকে শনিবার সকাল ১১টায় মরদেহটি নিয়ে যাওয়া হবে শহীদ মিনারে।

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে আমজাদ হোসেনের মরদেহ এফডিসি ও পরবর্তীতে চ্যানেল আইয়ে নেয়া হবে। সেখানে জানাজা শেষে আমজাদ হোসেনের মরদেহটি নিয়ে যাওয়া হবে জামালপুর। কিংবদন্তি এই চলচ্চিত্রকারের শেষ ইচ্ছানুযায়ি জামালপুরেই সমাহিত হবেন তিনি।

গেল শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। এরআগে গেল ১৮ নভেম্বর ব্রেনস্ট্রোক করে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর প্রধানমন্ত্রীর সহায়তায় ২৮ নভেম্বর রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে নেওয়া হয়।