ঢাকার সাতটি মূল পয়েন্টে শিক্ষার্থীদের অবস্থান ; চলমান পরীক্ষা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকার সাতটি মূল পয়েন্টে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। চলমান পরীক্ষাসমূহ নেওয়ার দাবিতে তারা আন্দোলন অব্যাহত রেখেছেন।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকার নীলক্ষেতে অবস্থান নিয়ে সেখানে সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা জানান, রাজধানী ঢাকা শহরের সাতটি মূল পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা সদরঘাটে অবস্থান নেবেন। এছাড়াও বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা বকশিবাজার ঢাকা মেডিকেল কলেজ মোড়ে অবস্থান নেবেন, ইডেন ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত ও আজিমপুরে অবস্থান করবেন। এছাড়াও বাংলা কলেজের শিক্ষার্থীরা মিরপুর টেকনিক্যাল এ অবস্থান নেবেন ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা গুলশানে অবস্থান নেবেন।

অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া এবং অবস্থানের বিষয়ে সবাইকে দায়িত্ববান ও সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ২০১৯ সালের স্নাতক চতুর্থ বর্ষ, ২০১৯ সালের স্নাতক তৃতীয় বর্ষের লিখিত পরীক্ষা এবং ২০১৭ সালের মাস্টার্স শেষ পর্বের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। এছাড়াও পূর্বঘোষিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি থেকে ডিগ্রি তৃতীয় বর্ষ ও ১০ মার্চ থেকে স্নাতক দ্বিতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।