যথাযোগ্য মর্যাদায় খুলনা ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মোঃনাজমুল

খুলনা হাদিস পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে খুলনা শাখার ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন । সোমবার (২১/২/২২)সকাল ৮ঃ৩০ মিনিটে খুলনা সাতরাস্তা থেকে একুশে র্যালি বের হয়ে শহরের মুল সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রিয় হাদিসপার্ক শহিদ মিনারে মাল্যদান শেষে আলোচনা সভায় মিলিত হয় একটি দল । এ সময়ে খুলনা শাখার ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ্যথেকে বিভাগীয় সাধারন সম্পাদক মুন্সি সানজিদ ইসলাম, সভাপতি,মুন্সি জিহান ইসলাম,,,(জি,এস)আশরাফুল হামজা আকন(ও,এস)সজল মন্ডল)(ফিন্যান্স)ফাহাদ হোসেন ,এছাড়াও সানজিদা সুলতানা (মিতু )মেরাজুল,ও আসরাফুল ইসলাম,সহ একটি দল শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।এরপর একে একে আলোচনা সভায় ভাষা শহিদদের নিয়ে মুল্যবান বক্তব্য প্রদান করেন তারা। বক্তব্যকালে তারা বলেন ,আমরা শিশুদের নিয়ে কাজকরি মহান ২১শে ফেব্রুয়ারির এই দিনটিতে আমরা সকল ভাষা শহিদের প্রতি শ্রোদ্ধা নিবেদন করছি , তারা আরও বলেন ,অমর একুশে ফেব্রুয়ারি,বিশ্বজুড়ে মানুষের নিজ নিজ মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের নাম। আজ সেই অমর একুশে, মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে এই দিনটি । তাই এই দিনটিকে আমরা গভির শ্রোদ্ধার সাথে স্বরন করি। তাছাড়াও বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক. সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, বিভিন্ন ছাত্র,যুব সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।।