ডেঙ্গু প্রতিরোধে ব্যার্থ মেয়ররা মনোনয়ন পাবেন না : প্রধানমন্ত্রি

এই আমার দেশ ডেক্স : লন্ডনে চিকিৎসাধীন প্রধানমন্ত্রি শেখ হাসিনা ঢাকা মহানগরীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় দুই সিটি কর্পোরেশনের মেয়রকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে যে গতকাল অপারেশনের আগেই তিনি দুই সিটি কর্পোরেশনের মেয়রকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ডেঙ্গু দমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেন।
সূত্রমতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাও বলেছেন যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী নির্বাচনে মেয়রপদে এদের কাউকেই আওয়ামী লীগের মনোনয়ন টিকিট দেওয়া হবে না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডেঙ্গু দমনে সিটি কর্পোরেশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে না পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুব্ধ হয়েছেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, বাংলাদেশে ডেঙ্গু এরই ইতিমধ্যেই মহামারীর দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে।