ডিআইজি মিজান-এনামুল বাছিরের বিরুদ্ধে ‘অর্থ পাচার’ মামলা

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের পরিচালক এনামুল বাছির ও পুলিশের ডিআইজি মিজানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের প্রমাণ পাওয়ায় অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটির সচিব দিলোয়ার বখত্ সাংবাদিকদের এ কথা জানান। তদন্তকারী দল অর্থনৈতিক লেনদেনের প্রমাণ পেলেও টাকাগুলোর খোঁজ না পাওয়ায় মানি লণ্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়।

এর আগে অভিযোগ থেকে মুক্তি পেতে এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেয়ার তথ্য প্রকাশ করেন ডিআইজি মিজান নিজেই। পরে এনামুল বাছিরকে দায়িত্ব থেকে সরিয়ে সাময়িক বহিষ্কার করে দুদক।

দুর্নীতি দমন কমিশনের সচিব দিলোয়ার বখত বলেন, এনামুল বাছির ও পুলিশের ডিআইজি মিজানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের বিষয়ে দুদকে একটি অনুসন্ধান করা হয়। অনুসন্ধান টিমের সুপারিশের ভিত্তিতে এনামুল বাছির ও ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলা করার অনুমতি প্রদান করেছেন।