ঠাকুরগাঁও বিজয় মেলায় মানুষের স্রোত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃমুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্ম জানতে সন্ধ্যা নামার আগেই কনকনে ঠান্ডা হওয়া, শীতে জবুথবু অবস্থা অপেক্ষা করেও মানুষের সরগম হয়ে উঠেছে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠ চত্বর । এ ভিড় মুক্তিযুদ্ধের বিজয় মেলা ঘিরে।ঠাকুরগাঁও কর্নেট সাংস্কৃতি সংসদ আয়োজনে এ মেলা প্রতি বছর বিজয়ের মাসে এ মেলা অনুষ্ঠিত হয়।১৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এ মেলা। ছোট-বড় মিলিয়ে অনেক স্টল স্থান পেয়েছে এবারের মেলায়। মেলার পাশাপাশি সংস্কৃতি মঞ্চে  প্রতিদিন চলছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা অনুষ্ঠান। এতে মুক্তিযোদ্ধারা শোনান রণাঙ্গনের কাহিনি।মেলায় ঘুরে দেখা গেল, দর্শনার্থীর সংখ্যা প্রচুর। কসমেটিকস, কাপড়, জুতা, দেশি-বিদেশী শাড়ি, খেলনা, জ্যাকেট, হাড়ি-পাতিল, বে-জার এর দোকান রয়েছে। এছাড়াও ছোট শিশুদের জন্য বিভিন্ন রাইড


সবকিছুই পাওয়া যাচ্ছে।পঞ্চগড়ের আটোয়ারী থেকে পরিবার নিয়ে  নিয়ে মেলায় ঘুরছিলেন নিপা। বললেন, ‘ছোটবেলা থেকেই এ মেলার প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে আমার যখনে শুনি বিজয় মেলার কথা। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হলেই বান্ধবী বা পরিবারের সদস্যদের নিয়ে মেলায় ঘুরতে আসতাম। এখন নিজের সন্তানদের নিয়ে আসি। ওরাও খুব পছন্দ করে।আর দেশের বিজয়  বিষয়ে নতুন প্রজন্মর শিশুরা জানবে এতো এক ব্যাতিক্রম আয়োজন।