ঠাকুরগাঁওয়ে ৫২তম মহান স্বাধীনতা দিবস পালিত

জসিম উদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
৫২ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে বিচার বিভাগ বিভিন্ন কর্মসূচি পালন করে।
দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও বিচার বিভাগ
২৬ মার্চ শনিবার
 সূর্যোদয়ের সাথে সাথে জেলাজজ আদালতে  জাতীয় পতাকা উত্তোলন ও বিজয়৭১ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
 সেমিনারে সভাপতিত্ব করেন জেলা দায়রা জজ মামুনুর রশিদ।
সেমিনারে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক ও চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট  নিত্যানন্দ সরকার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড তোজাম্মেল হক মঞ্জু।
 সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন যুগ্ম জেলা জজ আজিজুল ইসলাম।
 বিচারক, আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক ও সিনিয়র বিজ্ঞ আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী, কোর্ট পরিদর্শক  ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জসিম উদ্দিন ইতি