ঠাকুরগাঁওয়ে ভিক্ষুকদের মাঝে গরু, ছাগল ও দোকান বিতরণ

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষুকদের মাঝে সম্পদ (গরু,ছাগল ও দোকান) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজাজামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জেলা সমাজ কল্যান উপ পরিচালক আল মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম।

উল্লেখ্য, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় এ অনুষ্ঠনে ভিক্ষুকদের মাঝে ১৬টি  গরু, ৩টি ছাগল ও ৩টি  দোকান ঘর হস্তান্তর করা হয়।