ঠাকুরগাঁওয়ে দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সদস্যদের চিকিৎসা সহায়তা প্রদান

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সদস্যদের মাঝে গরুর লম্পি স্কিন রোগে আক্রান্ত গরু পালনকারীদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।সোমবার ( ২৪ আগষ্ট) গোবিন্দনগরস্থ ইএসডিও’র প্রেমদীপ প্রকল্প অফিসে এ চিকিৎসা সহায়তা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রেমদীপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী মো: সেরাজুস সালেকীনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আলতাফ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: মামুন অর রশীদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা মহিলা আ’লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের ফোকাল পার্সন শামীম হোসেন, মার্কেট ডেভলপমেন্ট ম্যানেজার মুক্তারুল ইসলাম, টেকনিক্যাল ম্যানেজার সামসুৎ তাবরীজ, উপজেলা ম্যানেজার ঝর্না বেগম প্রমুখ।

এ সময় গরুর লাম্পি স্কিন রোগে আক্রান্তÍ মোট ৭৫ জন গরু পালনকারীর প্রত্যেককে ১ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।