ট্যুরিস্ট পুলিশের প্রধান হলেন হাবিব

নিজস্ব প্রতিবেদক

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়েছে সরকার। একইসঙ্গে তাকে টুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।

উল্লেখ্য যে, ডিএমপি কমিশনার হবার আগেই পদোন্নতি পাচ্ছেন হাবিব এ সংক্রান্ত একটি প্রতিবেদন গত ৮ অক্টোবর প্রকাশ করেছিল বাংলা ইনসাইডার।

সোমবার (১০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে টুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্বে ছিলেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। বর্তমানে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির প্রধানের দায়িত্বে আছেন। ১৬ আগস্ট এক প্রজ্ঞাপনে তাকে সিআইডি প্রধানের দায়িত্ব দেয় সরকার। এরপর থেকে সংস্থাটির প্রধানের পদটি খালি রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে টুরিস্ট পুলিশের প্রধান করা হলো। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।