টাইগারদের ফিল্ডিং কোচ রাজিন সালেহ

নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পেলেন রাজিন সালেহ। পরের দক্ষিণ আফ্রিকা সিরিজেও একই দায়িত্বে থাকবেন তিনি। আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা না আসলেও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এমনটিই জানিয়েছেন।

এদিকে রাজিন সালেহের মুখেও শোনা যায় একই কথা। রাজিন বলেন, ‘এক সপ্তাহ আগে আমাকে এ বিষয়ে বলেছিলো। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করার জন্য। পরে দিন তিনেক আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ভাই আমাকে ফিল্ডিং কোচের দায়িত্ব পালনের কথা বলেন।’

আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর রায়ান কুককে ছাঁটাই করে বিসিবি। তার জায়গায় এতদিন ছিলেন মিজানুর রহমান বাবুল। এবার দায়িত্ব পেলেন রাজিন।