টঙ্গীতে অ্যাননটেক্স স্পিনিং কারখানা ও হক গ্রুপের গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে টঙ্গীতে কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

টঙ্গীর ভাদাম এলাকায় মঙ্গলবার সকাল ৯টার দিকে হক গ্রুপের মেরিকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের কারখানার গুদামে এবং অ্যাননটেক্স স্পিনিং কারখানায় বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসসূত্র জানায়, টঙ্গী শিল্প এলাকায় হক গ্রুপের মেরিকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড কারখানার টিনশেড গুদামে সকালে আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ওই গুদামে রক্ষিত প্যারাসুট নারিকেল তেল ও আসবাবপত্র পুড়ে গেছে।

এদিকে বেলা ১১টার দিকে ভাদাম এলাকার অ্যাননটেক্স স্পিনিং কারখানায় আগুন লাগে। আগুনের লেলিহান শিখা আশপাশে রক্ষিত প্লাস্টিকের কোন, কোন করা সুতা ও লুজ সুতায় ছড়িয়ে পড়ে। এ সময় কারখানায় কাজে যোগ দেয়া শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান জানান, দুই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।