ঝিনাইদহে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস পালিত

আসিফ কাজল. ঝিনাইদহঃ ঝিনাইদহে বিএনপি’র উদ্যোগে ৭ নভেম্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এইচ.এস.এস. সড়কস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী জেলা বিএনপি’র আহ্বায়ক এস. এম. মশিয়ুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. এম.এ. মজিদ, যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, এ্যাড. কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, বিএনপি নেতা আশরাফুল ইসলাম পিন্টু, আবুবক্কর বিশ্বাস, আসিফ ইকবাল মাখন, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম মন্টু, জাহিদ জোয়ারদার, জিয়াউল ইসলাম ফিরোজ, জাহাঙ্গীর হোসেন, আলাউদ্দীন হোসেন, আব্দুর রশিদ মোহন, যুবনেতা আবুল বাশার বাশি, মোস্তাক আহমেদ, ছাত্রনেতা মুশফিকুর রহমান মানিক, শাফিউল আলম শফি প্রমুখ। বক্তাগন বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। সরকারী দলের সহযোগী সংগঠন রাস্তা দখল করে ঘন্টার পর ঘন্টা সমাবেশ করে। আর বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচী করতে দেওয়া হয় না। জেলা বিএনপি’র আহ্বায়ক এস. এম. মশিয়ুর রহমান অভিযোগ করেন ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমাদের শান্তিপূর্ণ র‌্যালি ও আলোচনা সভা করতে দেয়নি পুলিশ। তিনি অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।