ঝিনাইদহের সেই গুজবী টিউবওয়েল অপসারন

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ সদরের ২নং মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুরের পূর্বপাড়ার মাঠের ধারে মেহগনি বাগানের আলোচিত সমালোচিত টিউবওয়েলটি অবশেষে অপসারন করেছে প্রশাসন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টিউবওয়েলটি অপসারন করা হয়।
সে সময় বাজার গোপালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন, এএসআই আব্দুল মালেক এবং নিজের ও নিজ পরিবারের রোগমুক্তির দাবিদার মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসাইন জুয়েল স্বয়ং নিজেও নিউবওয়েলটি অপসারনের সময় উপস্থিত ছিলো।

উল্লেখ্য, গত রোজার মধ্যে ২ নং মধুহাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাঠের কৃষকদের পানি পানের জন্য একটি টিউবওয়েল স্থাপন করেন। গত সপ্তাহ দুয়েক আগে লোকমুখে আলোচনা আসতে থাকে, কে যেন স্বপ্ন দেখেছে এই টিউবওয়েলের পানি পান করলে রোগ ব্যাধি দূর হচ্ছে। এরপর থেকে প্রতিদিন হাজার হাজার লোক রোগ মুক্তির আশায় পানি পান করতে এবং গোছল করতে এই টিউবওয়েলে ভীড় করছিলো।