‘ঝিনাইদহের উন্নয়ন ভাবনা’শীর্ষক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহে ‘ঝিনাইদহের উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল দুপুরে শহরের ফুড সাফারী মিলনায়তনে এ সভার আয়োজন করে ঝিনাইদহ ক্লাব। ঝিনাইদহ ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসানুজ্জামান, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান এ্যাড. আমির হোসেন মালিতা, জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন, নিসচা জেলা শাখার সভাপতি এ্যাড. মনোয়ারুল হক লাল, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, মাহমুদ হাসান টিপু, এ্যাড. শেখ সেলিম, পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জু প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ ক্লাব’র সাধারণ সম্পাদক এম.এ সামাদ। সভায় থাইল্যান্ড থেকে আসা প্রকৌশলীরা ঝিনাইদহ শহরকে মডেল শহর তৈরী করতে নানা পরিকল্পনা পেশ করেন। এছাড়াও বক্তারা, ঝিনাইদহে পিছিয়ে পড়া জনগোষ্ঠি ও শহরের উন্নয়নে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে পরিচ্ছন্ন ঝিনাইদহ গড়তে নানা পরামর্শ প্রদান করেন।