ঝাউডাঙ্গা সরকারি কালবাট বন্ধ করে বসত বাড়ি নির্মাণের অভিযোগ

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া যশোর সাতক্ষীরা মহাসড়ক এর সরকারি কালবার্ট বন্ধ করে এক প্রভাবশালি ব্যক্তির বসত বাড়ি তৈরি করছে বলে অভিযোগ উঠেছে।বুধবার(৩ফেব্রুয়ারি)সকালে সরোজমিনে দেখাযায,ওয়ারিয়া গ্রামের নুরআমিন সরদার সরকারি কালভার্ট বন্ধ করে বসত বাড়ি তৈরি করছে,স্থানীয় বাসিন্দা শওকত আলী বিশ্বাস প্রতিবেদককে জানান,বর্ষা মৌসুমে এক কিলোমিটার এর বেশি জায়গা থেকে পানি এই কালবার্ট দিয়ে বিলের মধ্যে পানি সরানে হয়, কিন্তু বসতবাড়ি তৈরি করার ফলে বর্ষা মৌসুমে আমাদের এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হবে,তিনি আরো বলেন এ বিষয়ে আমি জমির মালিক ও স্থানীয়দের নিয়ে কথা বলে কোনো সমাধান হয়নি, টাকা ও ক্ষমতার জোরে সে তার বসত বাড়ি তৈরি করে যাচ্ছে,স্থানীয় বাসিন্দা বাবু বলেন বর্ষার মৌসুমে কালভার্টের পানি সরানোর জন্য কাল বাট এর মুখ থেকে 2৭ ইঞ্চি জায়গাদেয়ার কথা থাকলেও না দিয়ে সে তার মত ঘর তৈরি করে চলেছে৷নাম প্রকাশে অনিচ্ছুক পথচারি বলেন ,প্রধান সড়কের পার্শ্বে বালি ও ইট রাখার কারনে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনেন যে কোন দুর্ঘটনা।এ বিষয়ে জমির মালিক ও স্থানীয় বাসিন্দা নুর আলী সরদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি আমার জায়গায় বসতবাড়ি তৈরি করছি কালবার্টের পানি যাওয়ার পথ আছে বলে তিনি আমাদেনকে জানান,এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী আরো বলেন যাতে সরকারি কালবার্ট বন্দ না হয়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন