ঝাউডাঙ্গা মহাশশ্বানের উদ্যোগে খাদ্র বিতারণ

আব্দুস সালামঃ সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মহাশশ্বানের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করা হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সকালে ঝাউডাঙ্গা ইউনিয়ানে বিভিন্ন গ্রামে খাদ্র সামগ্রী বিতারন করা হয়। ঝাউডাঙ্গা মহাশশ্বান মন্দির কমিটির সভাপতি বাবু নির্মল ঘোস বলেন মন্দির উন্নয়ের জন্য সঞ্চায় করা টাকা দিয়ে ১৪০ পরিবারের মাঝে খাদ্র সামগ্রী বিতারনের উদ্যোগ গ্রহন করা হয়। প্রতোক পরিবারের জন্য ৪ কেজি চাল ১ কেজি আটা ১ কেজি আলু বিতারন করা হয়েছে।মন্দির কমিটির সাধারন সম্পাদক বাবু জয়দেব ঘোস তিনি বলেন শাররীক দুরত্ব বজায় রাখার জন্য খাদ্র সামগ্রী মন্দির কমিটির সদস্যদের বিভিন্ন ইউনিটে ভাগ করে বাড়ীতে পৌছে দেওয়া হয়। ছাত্র এক্য পরিষদেন কেন্দ্রীয় কমিটির সদস্য রাজু ঘোস করোনা ভাইরাস সর্ম্পকে বলেন ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুতে হবে।ভিটামিন যুক্ত ফল বেশি খাবেন, পর্যাপ্ত পরিমান পানি পান করুন, বাড়িতে থাকুন, হাঁচি দেওয়ার সময় নাক ঢাকুন,অন্য মানুষের স্পর্শ সম্পূর্ন এড়িয়ে চলুন।এ সময়  আরো উপস্তিত ছিলেন  শংকার ঘোস অরবিন্দু সরকার গোপাল ষোস স্বাধন দাস মিন্টু ষোস বিজন সরকার দেবাশিষ (রানা) চিরনজিৎ ষোস প্রমুখ।বর্তমান মন্দির কমিটির উপদেষ্টা সহ সকল সদস্যদের সহযোগিতায় কার্জক্রম পরিচলনা করা হয়।সার্বিক তত্ববধানে ছাত্র এক্য পরিষদেন কেন্দ্রীয় সদস্য রাজু ঘোস।    (ছবি নাই)