ঝাউডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

আব্দুস সালামঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপন করেছে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ।এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি রজমান আলী বিশ্বাস, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজর আলী, বীর মুক্তিযোদ্ধা কালীপদ মন্ডল, সদর উপজেলার আওমীলীগের সহ-সভাপতি আনিস উদ্দিন, সদর থানার এস আই বুলবুল হোসেন, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আবু মোত্তালিব, ঝাউডাঙ্গা বনিক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দীন আলম, তুজলপুর পাঠের পাঠশালার প্রতিষ্ঠাতা ও সাংবাদিক ইয়ারব হোসেন, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ইসহাক আলী, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান, শহিদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল মালেক, বিমল ঘোষ, মফিজুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা তাদের বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও মুক্তির দূত। এর পাশাপাশি বঙ্গবন্ধুর জন্য দোয়া ও স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।এ ছাড়া ঝাউডাঙ্গা ইউনিয়ানে ঝাউডাঙ্গা বঙ্গবন্ধু স্বৃতি পাঠাগারে ও ঝাউডাঙ্গা ইসলামী ফাজিল ডিগ্রী মাদ্রসার বঙ্গবন্ধুর জন্মশতবার্ঘিকী উপলক্ষ্যে গাছের চারা রোপন করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কিরনময় সরকার