জয়পুরহাট জেলা ছাত্রলীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও ১ মিনিট নীরবতা পালন

এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৭ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন ও ১ মিনিট নীরবতা পালন করেছে জয়পুরহাট জেলা ছাত্রলীগ

২০০৫ সালের ১৭ই আগস্টে একই সময়ে দেশের ৬৩টি জেলার ৫০০ জায়গায় বোমা হামলা চালানো হয়েছিল৷

শুধু ২১শে আগস্ট এবং ১৭ই আগস্টেই নয়, ১৯৭৫ সালের ১৫ই আগস্টেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখলের প্রথম নজির গড়া হয়৷ আওয়ামী লীগ মনে করে, ২১শে আগস্টের হামলা ছিল শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে দুর্বল করার আরেকটি অপপ্রয়াস৷

জয়পুরহাট জেলা ছাত্রলীগ কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন ও ১ মিনিট নিরবতা পালনের সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, যুগ্ম সম্পাদক রকিবুল হাসান রকি, কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন সাগর ও যুগ্ম সম্পাদক মিঠু হোসাইন, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কাউসার আহমেদ পিয়াস, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রমুখ।