জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায়, বাংলাদেশ ছাত্র লীগ গুইমারা উপজেলা শাখার আয়োজনে জেলহত্যা দিবস পালিত হয়।

৩ রা নভেম্বর সকালে, গুইমারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্য্যালয়ে জেলহত্যা দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা,দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবস টি পালন করেন গুইমারা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।

বাংলাদেশ ছাত্র লীগ গুইমারা উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম (শুভ)এর সভাপতিত্বে,গুইমারা উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাচিং মারমার সঞ্চালনায়, গুইমারা উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অংশেনু মারমার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা।

উক্ত জেলহত্যা দিবস পালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

এসময় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুইমং মারমা, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মীর, গুইমারা উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল, গুইমারা উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আনন্দ সোম, ২নং হাফছড়ি ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ রাসেল আহমেদ প্রমূখ।

পরে জেল হত্যায় নিহত শহীদদের স্মরণে,শহীদদের আত্তার শান্তি কামনায় দোয়া, মাহফিল ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র লীগ গুইমারা উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম (শুভ)।

আরো উপস্থিত ছিলেন গুইমারা উপজেলার তিন ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ।