জীবননগর পৌরসভার কর্মবিরতে দুর্ভোগে পৌরবাসী

জীবননগর প্রতিনিধি: জীবননগর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির কারনে শহরের পরিবেশ করুণ অবস্থায় পরিণত হয়েছে ।
রাস্তাঘাটসহ শহরের সমস্ত এলাকায় ময়লা-আবর্জনায় ভরে গেছে । শহরের রাস্তা গুলো ডাস্টবিনে পরিণত হয়েছে । পৌরসভার কাঁচা বাজারের ময়লা আবর্জনা স্তুপ হওয়ায় ফলে পচা দুর্গন্ধ ছড়িয়ে জীবননগর পৌর বাঁশি অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিন কাটাচ্ছে । একদিকে কুকুরের উৎপাত অন্যদিকে পৌর সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে । ইতিমধ্যে কুকুরের কামড়ে দুই জন জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছে। কুকুর আতঙ্কে স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা রাস্তাঘাটে চলাফেরা করতে ভয় পাচ্ছে । বিভিন্ন ওয়ার্ড থেকে নাগরিক সনদ নিতে আসা কয়েকজনের সাথে কথা বললে তারা বলেন আমরা কিছুদিন ধরে নাগরিক সনদ না পাওয়ায় নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে । জমি রেজিস্ট্রি করার জন্য ওয়ারিশ সার্টিফিকেট না পাওয়ায় জমি রেজিস্ট্রি করতে পাচ্ছে না। রাস্তার বাতি না জ্বলার কারণে সন্ধ্যার পর সহর টি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ফলে শহরের ছিঁচকে চোরের উৎপাত বেড়ে গেছে। এ ব্যাপারে পৌর মেয়র জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করাহলে তার মোবাইল ফোনটি তিনি রিসিভ করেননি। সাধারণ মানুষের প্রত্যাশা এই অচলাবস্থা দূত্ব দূর হোক পৌরবাসীর একমাত্র কাম্য।