জিততে যদি নাও পারি ড্র করতে চাই: সুজন

নিউজিল্যান্ডে চলমান মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টে দাপুটে ব্যাটিং করছে বাংলাদেশ দল। স্বাগতিকদের ৩২৮ রানে গুঁড়িয়ে দিয়ে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান করেছে টাইগাররা। ১১ ও ২০ রানে অপরাজিত আছেন ইয়াসির আলি ও মেহেদী হাসান মিরাজ।

সোমবার তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, আমরা টিকে থাকতে চাই, ভালো করতে চাই। জিততে যদি নাও পারি আমরা এই টেস্ট ড্র করতে চাই। এখনো ১৮০ ওভার বাকি আছে। এই উইকেটে তাড়াতাড়ি রান করা কঠিন হবে, যদি ভালো বল করি।

চতুর্থ দিনে বাংলাদেশের পরিকল্পনা নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন বলেন, এটা অন্যতম সেরা দিন। হ্যাঁ চ্যালেঞ্জিং, তবে প্রক্রিয়াটা দারুণ ছিল। দারুণভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ছেলেরা সত্যিই দারুণ করেছে।

তিনি আরও বলেন, কালকের সকালটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের হাতে ৪ উইকেট আছে। মিরাজ ও ইয়াসির আছে, এখন ৭৩ রান লিড আছে। আরও ৭০ রানের মতো লিড পেলে দেড়শ রানের মতো লিড হবে। তখন আমরা ভালো অবস্থানে থাকব। অন্তত ১৪০-১৫০ নিতে পারলে বিরাট ব্যাপার হবে।