জাহাঙ্গীরপুরে ১৪০একর জমি বিগত ৩০বছর যাবৎ জলাবদ্ধ, দ্রুত সমাধানের আদেশ

এমদাদুল হক, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়নের শাওয়াইল বিল যেখানে ১৪শত কাঠা জমি যা ১৪০একর জমি বিগত ৩০বছর যাবৎ জলাবদ্ধ অবস্হায় পতিত পরে আছে, নান্দাইলের গণমানুষের অভিভাবক, জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন মহোদয় পরিদর্শন করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ “এক ইন্ঞি ভূমি অনাবাদী ফেলে রাখা যাবে না ” এই নির্দেশ এর প্রতি সম্মান প্রদর্শন করে এম পি মহোদয় এবং সাথে ছিলেন বিএডিসি ময়মনসিংহ এর নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলী ছিলেন।জলাবদ্ধতা দূর করার জন্য নতুন ও পুরাতন খাল, খনন ও পুনঃ খনন করার একটি প্রকল্প নির্মাণ করে দ্রুত কৃষি মন্ত্রণালয়ে প্রেরণ করার নির্দেশ দেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যাক্তিগন উপস্হিত ছিলেন।

উল্লেখ্য যে, একসময় এখানে কাঠা প্রতি ১০ থেকে ১২ মন ধান উৎপাদন হতো, জলবায়ুর খারাপ প্রভাবের কারনে মানুষ আজ এই উৎপাদন পাচ্ছে না।