জামালপুরে নৌকার মনোনয়ন প্রাপ্তির দৌড়ে পুরাতনদের জয়

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি: সারাদেশে দ্বিতীয় দফায় স্থানীয় সরকার নির্বাচনে জামালপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড।

সোমবার (১১ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবী সভা অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে উক্ত সভায় জামালপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের আওয়ামী লীগের (নৌকা) প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন – ১নং কেন্দুয়া ইউনিয়নে শেখ মাহবুবুর রহমান (মঞ্জু), ২নং শরিফপুর ইউনিয়নে রফিকুল ইসলাম আলম, ৩নং লক্ষীরচর ইউনিয়নে মোঃ আফজাল হোসেন বিদ্যুৎ, ৪নং তুলশীরচর ইউনিয়নে মোঃ শহিদুল্লাহ, ৫নং ইটাইল ইউনিয়নে মোঃ হাফিজুর রহমান (স্বপন), ৬নং নরুন্দি ইউনিয়নে মোঃ লুৎফর রহমান, ৭নং ঘোড়াধাপ ইউনিয়নে মোঃ ফজলুল হক, ৮নং বাঁশচড়া ইউনিয়নে মোঃ আব্দুল জলিল, ৯নং রানাগাছা ইউনিয়নে মোঃ আব্দুল জলিল, ১০নং শ্রীপুর ইউনিয়নে মোঃ আজিজুল হক (ফনি), ১১নং শাহবাজপুর ইউনিয়নে মোঃ আয়ুব আলী খান, ১২নং তিতপল্লা ইউনিয়নে মোঃ আজিজুর রহমান, ১৩নং মেষ্টা ইউনিয়নে মোঃ ছানোয়ার হোসেন সবুজ, ১৪নং দিগপাইত ইউনিয়নে আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, ১৫নং রশিদপুর ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুন।

উল্লেখ্য, ১৫ টি ইউনিয়নের মনোনীত প্রার্থীদের মধ্যে ৬নং নুরুন্দি ও ১৩নং মেষ্টা ইউনিয়নে নতুন প্রার্থী এবং অন্য ১৩ টি ইউনিয়নে সাবেক জনপ্রতিনিধিদের পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ১১ই নভেম্বর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।