জাভির সামনে এবার চ্যাম্পিয়নস লিগ চ্যালেঞ্জ

মৌসুমটা টালমাটাল কাটছে বার্সেলোনার। লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে তারা পিছিয়ে ১০ পয়েন্টে। চ্যাম্পিয়নস লিগের নক আউটও অনিশ্চিত। এখন নতুন কোচ জাভি এর্নান্দেসের জাদুর অপেক্ষায় কাতালানরা। লা লিগায় জাভি অধ্যায় শুরু হয়েছে এস্পানিওলের বিপক্ষে সৌভাগ্যের জয়ে। লা লিগার পর এবার জাভির পরীক্ষা চ্যাম্পিয়নস লিগে।

এস্পানিওলের বিপক্ষে জয়ের সেই আত্মবিশ্বাস আজ প্রেরণা হতে পারে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার সঙ্গে। বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার) দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি। প্রথম লেগে বেনফিকা ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল বার্সাকে। পর্তুগিজ ক্লাবটিকে তাই সমীহ করছেন জাভি।

গ্রুপ ‘ই’তে সমান চার ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ১২, বার্সেলোনার ৬, বেনফিকার ৪ ও ডিনামো কিয়েভের ১। শেষ ম্যাচের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ হওয়ায় আজ জিতেই নক আউট নিশ্চিত করতে চান জাভি। তবে চোটের জন্য পেদ্রি, উসমান দেম্বেলে, সের্হিয়ো আগুয়েরো, আনসু ফাতি, মার্টিন ব্রাথওয়েটরা না থাকায় চ্যালেঞ্জটা কঠিনই হবে জাভির।