জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ স্বাগতিক যশোরকে হারিয়ে সেমিফাইনালে চুয়াডাঙ্গা

এই আমারদেশ ডেস্কঃ
অনুষ্ঠিত খেলায় চুয়াডাঙ্গার মেয়েরা জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের কোন পাত্তা দেয়নি। স্বাগতিক যশোরকে হারিয়ে খুলনা প্রথমার্ধে ৩ টি ও দ্বিতীয়ার্ধে ২ টি গল করে বিভাগীয় সেমিফাইনালে উন্নীত হয়। খুলনা বিদিশা- ২, সাদিয়া, মানিয়া ও গতকাল শনিবার যশোর স্টেডিয়ামে ১ টি করে গোল করে।

দুর্দান্ত খেলে জয়লাব করার পাশাপাশি চুয়াডাঙ্গাকে সম্মানিত করায় চুয়াডাঙ্গার জেলা প্রশাসন নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার মোঃ জাহিদুল ইয়ালাম ও চুয়াডাঙ্গার জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা তাহমিনা সকল খেলোয়াড় কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছে। এছাড়া দলের সঙ্গে থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেছেন চুয়াডাঙ্গার ডিএফএ’র সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, সহসভাপতি রেজাউল হক, ইমরান হুসাইন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নুরন্নাহার কাকুলি।

টিম ম্যানেজার ছিলেন নাসির আহাদ ও কোচ বিপুল হাসান। আগামী ২৭ ডিসেম্বর যশোর স্টেডিয়ামে সেমিফাইনালে চুয়াডাঙ্গার মহিলা ফুটবল দলের মুখোমুখী হবে সাতক্ষীরা জেলা দল।