জাতীয় ভিটামিন এ“ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় সাংবাদিকদের সাথে মত বিনিময়

এস.এ বিপ্লব, ভ্রাম্যমান প্রতিনিধি- “ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুকি কমান” এই প্রতিপাদ্য নিয়ে আগামী ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন এ“ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) পক্ষকালব্যাপী ২০২০ উপলক্ষে নওগাঁয় সাংবাদিকদের সাথে জেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় সিভিল সার্জন অফিস মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ এ,বি,এম আবু হানিফ। সভায় অন্যান্যের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর এ মোরশেদ, ডাঃ আবুল কালাম আজাদসহ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় সিভিল সার্জন জানান, নওগাঁ পৌরসভাসহ ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নে ২৪৬০টি কেন্দ্রে ৬মাস থেকে ১১মাস বয়সী ৩২ হাজার ৭৪৭ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৪ হাজার ২২২ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্য্পাসুল খাওয়ানো হবে। এছাড়াও শিশুর বয়স ৬ মাস পুর্ন হলে মায়ের দুধের পাশাপাশি পরিমানমত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর আহবান জানান।