জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি শফিউল আলম চৌধুরী নাদেল

ময়মনসিংহ প্রতিনিধি অজয় সরকার : ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিকাল ৪ টায় শোক ও শক্তির দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত নেতা শফিউল আলম চৌধুরী নাদেল বক্তব্যে বলেন বাংলাদেশ আওয়ামীলীগ একটি বৃহৎ শক্তিশালী দল। এই দলকে সুসংগঠিত করার লক্ষ্যে নেতা কর্মীদের নেতৃত্বে পালন করতে হবে। তিনি আরো বলেন ৭৫ এর ১৫ আগষ্টের ঘটনা ও ২০০৪ সালের গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি জামায়াতের ইশারায় নৃশংস হত্যাকান্ড সংগঠিত হয়েছিল। তারা চেয়েছিল বঙ্গবন্ধুর গোটা পরিবার ও বঙ্গবন্ধুর আস্থাভাজন ব্যক্তিদেরকে হত্যার উদ্দেশ্যে ছিল। বিএনপির মায়া কান্না দেখে মনে হয় এরা প্রকৃত পক্ষে দেশপ্রেমিক। কিন্তু আসলে বঙ্গবন্ধুর খুনীচক্র এরাই। মেজর জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবী করেন। খুনীচক্ররা এখন সক্রিয় রয়েছে। সবাইকে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। অনুষ্ঠানে সহযোগিতা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এড. জহিরুল হক খোকা। আরো বক্তব্য রাখেন গৌরীপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ, ভালুকা সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন তুহিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমিনুল হক শামীম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. বদর উদ্দিন আহম্মেদ, সাদেক খান মিল্কী টজু, আওয়ামীলীগ নেতা শওকত জাহান মুকুল, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মন্তা, কাজী আজাদ জাহান শামীম, এম.এ কুদ্দুস, কৃষকলীগ নেতা কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক কাজী বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি স ালনা করেন জেল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল।