জলঢাকা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে ডিসি”র মতবিনিময় সভা

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় আসন্ন ৩০ জানুয়ারি পৌরসভা সাধারণ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহন যোগ্য করতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা নির্বাচন অফিস। এসময় জলঢাকা পৌরসভার সাধারণ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিং ও প্রিজাইডিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান’র সভাপতিত্বে নির্বাচন অবাধ নিরপেক্ষ করতে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুর করিম, সহকারী কমিশনার (ভুমি) সিফাত মোঃ ইশতিয়াক, জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল হোসেন প্রমুখ। এ সময় বক্তারা নির্বাচনে নিরপেক্ষ থেকে নিজ দায়িত্ব পালন করার আহবান জানান সকলের প্রতি।