জলঢাকায় ৪ কেজি গাঁজাসহ মা-ছেলে সহ তিনজন আটক

মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ৪ কেজি ১৭৫ গ্রাম গাঁজা সহ মা-ছেলে সহ তিন জনকে অাটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চেংমারী বড়ঘাট বাজারের পার্শে ক্যানেলের পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

জলঢাকা থানার এসআই মোস্তানসির বিল্লাহ জানান,শুক্রবার রাতে লালমনিরহাট জেলার পাটগ্রাম থেকে গাঁজা নিয়ে তারা বিক্রি করার উদ্দেশ্যে জলঢাকার বড়ঘাট বাজারে অবস্থান করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অামরা অভিযান চালিয়ে তাদেরকে ৪ কেজি১৭৫ গ্রাম গাঁজা সহ অাটক করি। 

আটককৃতরা হলেনঃ লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গুড্ডিমারী এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী মোছাঃ আমেনা বেগম (৪০) ও তার ছেলে মোঃ রিপন পালোয়ান (৩০) এবং নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিন সোনাখুলি এলাকার মহুবর রহমানের ছেলে আঃ সামাদ ওরফে সোনা মিয়া (৩২)।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে জলঢাকা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ২২, তারিখঃ ২৬/০২/২১

এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান,মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে,মানক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর অাসামীদের জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।