জলঢাকায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা সৈনিক ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,থানা পুলিশ এবং মুক্তিযোদ্ধা সংসদ।

পরে পর্যাক্রমে পৌরসভা,প্রেসক্লাব,রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনগুলো পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের স্বরণে এক মিনিট নীরাবতা পালন করেন। নীরাবতা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া ও নবনির্বাচিত পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। শেষে শহীদের আত্তার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।